৫ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গোডাউনে লাগা আগুন ৩ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ছোট কুমিরার নেমসন ডিপোর সামনের ওই তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা যায়, ছোট কুমিরার ১ একর ৯৪ শতক জায়গায় অবস্থিত গোডাউনটির মালিক সীতাকুণ্ডের এস এল শীপ ব্রেকিং ইয়ার্ডের স্বত্ত্বাধিকারী লোকমান হোসেন। কয়েক বছর আগে তিনি গোডাউনটি ইউনিটেক্স গ্রুপকে ভাড়া দেয়। এরপর থেকে ইউনিটেক্স গ্রুপ তাদের স্পিনিং মিলের তুলার জন্য গোডাউনটি ব্যবহার করে আসছে। প্রতিদিন ট্রাক যোগে টনে টনে তুলা সেখানে স্তূপ করা হতো। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোডাউনটিতে হঠাৎ আগুন ধরে যায়। এসময় মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। কুমিরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে আগুনের ভয়াবহতা বুঝতে পেরে সীতাকুণ্ড ও আগ্রাবাদে খবর দেয়া হয়। পরে ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ৩ ঘণ্টা পার হলেও এখন নেভেনি আগুন।

এদিকে তুলার গোডাউনে লাগা আগুনের উত্তাপ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদে সরতে শুরু করেছেন। আগুনের উত্তাপে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, মাঝখানে আমরা পানি সংকটে পড়েছিলাম। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। পরে পাশের নেমসন ডিপোর পানির ট্যাংক থেকে আমরা পাইপ সংস্থাপন করি।একইসাথে গ্রামের পুকুরেও পাইপ লাগানো হয়৷ বর্তমানে এ দুটি উৎস থেকে আগুন নেভাতে পানির যোগান দেয়া হচ্ছে। যা দিয়ে আরও দুই ঘণ্টা কাজ করা যাবে বলে আশা করছি। তবে ঠিক কতক্ষণে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে তা বলা যাচ্ছে না

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ