লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি অটোরিকশা যোগে চোলাইমদ পাচারকালে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর শাহপীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের মদসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইসহাক, কোরবান আলী (৫০) ও ইয়াছমিন আক্তার (২৮) । এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ১০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
লোহাগাড়ায় থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, আটককৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় এসব মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এস এই শরিফুল ইসলাম পিপিএমসহ একটি পুলিশি টিম অভিযান চালিয়ে চোলাইমদসহ তাদের আটক করে।
এসময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।












