২৫ অক্টোবর ২০২৫

পর্দা নামল ওহিদুল্লাহ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের

ক্রীড়া প্রতিবেদক »

শনিবার (১১মার্চ) মিরসরাইয়ের জোরারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ওহিদুল্লাহ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যেখানে ড্রিম এলিভেন এসএফসিকে ৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সভাপতি ফারুক স্পোর্টিং ক্লাব। ১৪ দিন ব্যাপি এই টুর্নামেন্টের সমাপনী দিনে ছিল নানা আয়োজন।

বিকেলে ৩টা থেকে শুরু হয় ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিকতা। শুরুতেই ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন খান ব্রাদার্সের চেয়ারম্যান রাশেদ উল দোলা খান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার ও প্রধান আলোচক হিসাবে বাবু শ্যামল দেওয়ানজী।

দীর্ঘ দিন পর এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকরা। চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম এই টুর্নামেন্টকে টেপ টেনিসের পরিবর্তে ক্রিকেট বলে আরও বড় পরিসরে আয়োজনের কথা জানান আয়োজকরা।

আয়োজকরা বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে রয়েছে তৃণমুল থেকে ক্রিকেটার উঠে আসার ব্যাপক সম্ভবনা। তবে তার জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে সভাপতি ফারুক স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ১৪৭ রান গুটিয়ে যায় ড্রিম এলিভেন এসএফসি। আর তাতেই ৩৫ রানের জয় পায় সভাপতি ফারুক স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে ৩০ বলে ৬৮ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রনি।

আরও পড়ুন