কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে আগুনে পুড়ে গেছে কৃষকের বসতঘর ও গবাদি পশু। রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
সোমবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খিলপাড়া গ্রামের কৃষক মো. আইয়ুবের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আইয়ুব জানান, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়েছিলেন। রাত ৪টার দিকে হঠাৎ তার ঘুম ভাঙলে দেখেন বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন জ্বলছে, দেখে তিনি চিৎকার করে প্রতিবেশিদের সহযোগিতা চান। পরে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুহূর্তেই আগুনে তার বসতবাড়ি, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে তার একটি গরু, বসতঘরের সব মালপত্র পুড়ে গেছে।
বড়উঠান ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মুছা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে আগুন লেগে কৃষক আইয়ুবের বসতঘর ও গবাদিপশু পুড়ে গেছে। এর ৪ বছর আগে তার পিতা জালাল আহমেদও বন্যহাতির আক্রমণে মারা যায়। বর্তমানে আইয়ুবের ছোট ছোট তিনজন শিশু সন্তান রয়েছে।












