ইলিয়াছ সুমন, সন্দ্বীপ »
সন্দ্বীপের দুই বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদটাকা, স্বর্ণ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নূর ইসলাম (৩০), মো. করিম (৩৯), মো. মনির (২৮) ও মো. সেলিম (৩৬)।
রবিবার (১২ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ৫ মার্চ রাতে সন্দ্বীপের হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডের সালাউদ্দীন রনি ও মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান আজিমের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
এর আগে সদ্বীপের কুখ্যাত ডাকাত ছগির, আরাফাত আলী, শামীম, মোশাররফ হোসেন জনি, মো. মোস্তফাসহ পাঁচজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আগে গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তারা মামলা সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। আসামিদের দেওয়া তথ্য যাচাই বাছাই করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা প্রাথমিকভাবে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। এছাড়া, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, আলী হোসেন, ওমর ফয়সাল, সাজিদ মোহন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহ্বায়ক কাউছার মাহামুদ দিদার ও মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য সাহেদ, সাদ্দাম হোসেন, মাহমুদুর রহমান, বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ শাখার সাবেক সভাপতি ইলিয়াস কামাল বাবু, ও সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপি।












