৪ নভেম্বর ২০২৫

মাদরাসার টয়লেটে থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মেহেদীবাগ এলাকার দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদরাসা থেকে সাবিব শাইয়ান (১০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (১৩ মার্চ) মাদরাসার চতুর্থ তলার টয়েলেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিব শাইয়ান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। নগরের বাগমনিরাম পল্টন রোডে আব্দুল কাদের চৌধুরী বাড়ীতে পরিবার বসবাস করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার তিনি বলেন, মাদরাসার বাথরুম থেকে এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মাদরাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থীর গলায় চিহ্ন আছে। আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত করছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ