৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বসছে বিএনপি

বাংলাধারা ডেস্ক »

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার পর এবার সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) দলীয় সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করছে বিএনপি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রাম বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি।

সপ্তম ধাপে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি লন্ডন থেকে এ মতবিনিময়ে যুক্ত হবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে চট্টগ্রাম বিভাগের দল সমর্থিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর বিভাগ, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে খুলনা বিভাগ, ২৮ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে খুলনার বিভাগের একাংশ ও সিলেট বিভাগ, ১ মার্চ চতুর্থ ধাপে বরিশাল বিভাগ, ২ মার্চ পঞ্চম ধাপে ঢাকা বিভাগ, ৫ মার্চ ষষ্ঠ ধাপে কুমিল্লা ও ফরিদপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচিতদের পাশাপাশি আগে দলের সমর্থনে নির্বাচিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে বিএনপি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ