৫ নভেম্বর ২০২৫

রিয়ালের মাঠে লিভারপুলের অগ্নিপরিক্ষা

ক্রীড়া ডেস্ক »

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুল। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।এই ম্যাচে ৫-২ এগ্রিমেন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে রিয়ালের কাছে ৫-২ ব্যবধানে হেরেছিলো ইয়ুর্গেন ক্লপের দল। তাই দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩ গোলের লিডে থেকেই নামবে লস ব্ল্যাঙ্কোসরা।ইঞ্জুরির কারনে দলে থাকবেন না ডিফেন্ডার ডেভিড আলাবা ও ফারল্যান্ড মেন্ডি।অন্যদিকে লিভারপুল দলে লুইস দিয়াজ ও থিয়াগো আলকান্তারা মিস করবেন ম্যাচটি।

২ দলের হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ১০ বারের দেখায় ৬ জয় রিয়ালের। লিভারপুল জিতেছে ৩টি ম্যাচ। বাকি ১ ম্যাচ শেষ হয়েছে সমতায়। সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছেনা দুদলের। লা লিগায় বার্সেলোনা থেকে ৯ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে প্রিমিয়ার লিগে লিভারপুলের অবস্থান ৬ নম্বরে।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ লিভারপুলের প্রয়োজন ৪ গোল ব্যবধানে জয়। ২০১৮-১৯ মৌসুম প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ২য় লেগে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে দুর্দান্ত এক ক্যাম ব্যাক করে ছিলো লিভারপুল। এবারও তেমন কোন ক্যাম ব্যাক দরকার ইয়ুর্গেন ক্লপের দলের।অন্যথায় বিদায় নিতে হবে শেষ ষোল থেকে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ