কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড় থেকে আবারও ৭ কাঠুরিয়াকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।
অপহৃতরা হলো, বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১৫), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম(২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ইনস্পেকটর মশিউর রহমান জানান, সকালে একদল কাঠুরিয়া প্রতিদিনের মতো পাহাড়ে কাঠ কাটতে যায়। অন্যরা যায় গরু নিয়ে। এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ের ভেতর নিয়ে যায়। দুই শিশুসহ ৯ জনকে নিয়ে গিয়েও একটু পরে শিশু দুটিকে ছেড়ে দেয়। বাকি সাতজনকে নিয়ে অপহরণকারিরা পাহাড়ে ঢুকে গেছে।
অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা রিফাত জানায়, পাহাড়ের পাদদেশে গরুকে ঘাস খাওয়াতে নিলে চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমরা জনকে লাঠি দিয়ে মারতে মারতে গহীন পাহাড়ের ভেতর নিয়ে যায়। একটু পরে আমরা দুজনকে ছেড়ে দিলে আমরা পালিয়ে রক্ষা পাই।
মশিউর আরো বলেন, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, টেকনাফের বাহারছরার জাহাজপুরা পাহাড়ি এলাকা হতে কয়েক দফায় ডজনাধিক ব্যক্তিকে অপহরণ করেছিল। নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণে তারা ফিরে আসে।
				












