বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজা । এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬ হাজার ১৬৭, ভোট গ্রহণ করা হয়েছে ৩৪ হাজার ৪৭৮ ভোট। এর মধ্যে রেজাউল করিম রাজা নৌকা প্রতিক ৩০ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারিভাব নির্বাচিত হয়েছেন।
এর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শাহজাদা মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৯০৮ভোট এবং দোয়াত কলম প্রতিকে কাজী আয়েশা ফারজানা পেয়েছেন ৫৮৬ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে উপজেলার ৮৬টি কেন্দ্রে ৫১৮ টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। এ উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজা (নৌকা) স্বতন্ত্র প্রার্থী শাহজাদা মিজানুর রহমান (আনারস) ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা (দোয়াত কলম)। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে সরেজমিন দেখা যায়, অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন ছিল না। প্রায় প্রতিটি ভোটকেন্দ্র ছিল ফাঁকা। তরুণ ও তরুণী ভোটারের উপস্থিতি খুবই কম।
ভোটারের উপস্থিতি কম থাকায় কয়েকটি কেন্দ্রে প্রার্থীর অনুসারীরা ভোটারদের বাড়ি থেকে ডেকে আনতে দেখা গেছে। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিল। ফলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
				












