জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস ২০২৩ উদযাপন করেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা ছাত্রলীগ।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) শীতল ঝর্ণা এলাকার শিশু-কিশোরদের নিয়ে দোয়া মাহফিল ও পরে কেক কাটেন বায়েজিদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বায়েজিদ থানার ২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন হোসাইনীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক হাসানুল আলম সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ইসমাইল হোসেন মিলন, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ এমএস কলেজ ছাত্র নেতা পাপন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা নাইম, বাপ্পিসহ অনেকে।

এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে প্রথমে ক্ষুদে শিশুদের মুখে তুলে দেন। এরপরে সকলের মাঝে বিতরণ করেন।
এসময় ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন হোসাইনী বলেন, ‘বঙ্গবন্ধু সাধারণ মানুষ হিসেবে জন্মে মহামানবে পরিণত হন কঠোর কর্ম আর একনিষ্ঠ আদর্শের গুণে। আমরা তার জীবনের গুণাবলি নিজ চরিত্রে ধারণ করে ঋদ্ধ হতে পারি। পরাধীন বাঙালিকে তিনি স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। এজন্য তিনি জীবনের দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন, কখনো আপোষ করেননি।’
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও ব্যক্তিগত জীবনে তা চর্চার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি












