চন্দনাইশ প্রতিনিধি »
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব-নিবার্চিত সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলার বরকল কানাইমাদারী এলাকাবাসী।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অলি আহমদ বীর বিক্রম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন শিক্ষক মো. আবু ইউছুফ চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস, ছোবাহানীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক রিয়াজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম, অধ্যাপক আবুল আব্বাস, মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আবদুল আলীম।
এতে আরও উপস্থিত ছিলেন- আকতার কামাল চৌধুরী, শিক্ষক যথাক্রমে আহমদ কবির, ফরহাদ হোসেন, মাহাবুবুল আলম, মিন্টু কুমার দাশ, মিথিল বড়ুয়া, এডভোকেট হামিদুর রশিদ চৌধুরী, আবদুস ছবুর, সিরাজুল ইসলাম, রশিদ আহমদ হিরু, মেজবাহ উদ্দিন প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, যে দেশে গুণিজনের সম্মান দেয়া হয় না, সে দেশে গুণির জন্ম হয় না। অ্যাডভোকেট নাজিম উদ্দিন তার কর্মগুণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে আইনজীবীদের জন্য কাজ করেছেন। তার কর্ম তাকে এ সম্মান দিয়েছে।













