চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে এক বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে থাকা দামি আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকার মৃত করিম বকসুর ছেলে মো. ফজল করিমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদুল আলম বলেন, আগুনে ১টি বসতঘরের ৪-৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ বাড়িতে না থাকায় আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা যায়নি।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল মনসুর চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাড়িটির ৪ থেকে ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিটি কক্ষে দামি আসবাবপত্র ছিল। বাড়ির অবকাঠামো দেখে ধারণা করছি, আগুনে আসবাবপত্র ছাড়াও নগদ অর্থ, স্বর্ণালঙ্কারের ক্ষয়ক্ষতি হয়েছে।