২৩ অক্টোবর ২০২৫

গার্মেন্টসকর্মীকে ধর্ষণের ঘটনায় ৩ যুবক গ্রেফতার, প্রধান আসামি পলাতক

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিভিন্ন স্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো— চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা গ্রামের বিধান দত্তের পুত্র পলাশ (২৬), উজ্জ্বল দত্তের পুত্র শিপংকর (২৭), সত্য নারায়নের পুত্র চন্দন (২৫)। প্রধান আসামী রকি এখনো পলাতক রয়েছে। পুলিশ রকিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারদের আদলতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ১৫ মার্চ এক গার্মেন্টস কর্মী নারী তার পূর্ব পরিচিত মামলার প্রধান আসামি সিএনজি চালক রকির সাথে পারকি সৈকতে ঘুরতে যায়। এসময় সিএনজিতে রকির তিন বন্ধুও ছিল। পরে তাকে উপজেলা সদরের একটি পার্কে নিয়ে আসে। সেখান থেকে পূর্ব সিংহরা এলাকায় একটি কলাবাগানে নিয়ে রকির তিন বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। খবর পেয়ে আনোয়ারা থানার এ এস আই মো. ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দেয়ার পর সমঝোতার নামে সময় ক্ষেপন করেছেন বলে অভিযোগ উঠেছে এ এস আই মো. ফারুকের বিরুদ্ধে।

তবে এ এসআই ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মোবাইল ডিউটিতে ছিলাম। এসময় একটি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছে দিই। পরে মেয়েটি থানায় অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মির্জা মো. হাছান জানান, ঘটনা শুনার পর দ্রুত সময়ের মধ্যে মামলাটি রেকর্ড করা হয়। পরে আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করতে পেরেছি। প্রধান আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন