বোয়ালখালী প্রতিনিধি »
সামাজিক অবক্ষয় রোধে ক্রীড়া চর্চার বিকল্প নাই। খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব।
বুধবার (২২ মার্চ) বিকেলে পৌরসভার হাজারীরচর গ্রামে প্রয়াত প্রমথ বড়ুয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর এ কথা বলেন।
তিনি আরও বলেন, মাদকাসক্ত ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক সফু বড়ুয়া।
উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব দেবাশীষ বড়ুয়া দেবু, বি কে ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বাবুল ফকির ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনি খেলায় স্বাগতিক দল হাজারীরচর জুনিয়র একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা একাদশ দল।
৬-১ গোলে হাজারীরচর জুনিয়র একাদশকে পরাজিত করে মধ্যম মাদার্শা একাদশ ২য় রাউন্ডে খেলার সুযোগ লাভ করেন।