বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতি পদে মংসাপ্রু মারমা ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম নয়নকে নির্বাচিত করা হয়।
বুধবার (২২মার্চ) দুপুরে সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নে সুয়ালল উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। প্রধান উদ্বোধক ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনের সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। সভা শেষে সভাপতি পদে মংসাপ্রু মারমা ও শহিদুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। পরে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সদর উপজেলা জমা দেওয়া জন্য আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু, যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ, সদর উপজেলা আওয়ামিলীগ সভাপতি পাইহ্লা অং মারমাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাংলাই ম্রো,উপ দপ্তর আবুল কালাম মুন্না, শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর দাশ, সদর উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, ৪নং সুয়ালক ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমাসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।