চন্দনাইশ প্রতিনিধি »
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়াসহ অর্ধশতাধিক গ্রামে আজ থেকে রোজা পালন শুরু। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা আজ থেকে রোজা পালন শুরু করেছেন।
এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জ্জিরখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রাখা শুরু করেছেন। গতকাল বুধবার মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ার ওপর ভিত্তি করে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা রোজা পালন শুরু করেছেন বলে জানিয়েছেন চন্দনাইশ শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মতি মিয়া মনছুর।
এ ছাড়া চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চন নগরসহ আরও কিছু এলাকায় আজ থেকে রোজা পালন শুরু হয়। একদিন আগেই রোজা পালন শুরু হচ্ছে দেশের আরও সহস্রাধিক গ্রামে।












