৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে এলিটের মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু

বাংলাধারা প্রতিবেদক »

মিরসরাইয়ে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। শনিবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দরিদ্র মানুষের হাতে হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় যুবলীগের এ নেতা।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে সারাদেশে যুবলীগের নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। পবিত্র রমজান মাসেও তাদের পাশে থাকবে যুবলীগ নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, আজ আমরা মিরসরাইয়ের ১০টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। বাকি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে আসবে।

আরও পড়ুন