৬ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় শঙ্খে বালুবাহী নৌকা উল্টে যুবক নিখোঁজ

সাতকানিয়া প্রতিনিধি »

কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে সাতকানিয়ায় শঙ্খ নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তার নাম আবদুল হামিদ (১৮)। তিনি উপজেলার চরতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

বুধবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে আমিলাইশ চর অঞ্চল সংলগ্ন শঙ্খ নদীতে কাল বৈশাখী ঝড়ের সময় বালুবাহী নৌকা উল্টে যায়। এরপর খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকাল থেকে ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি চালায়।

নিখোঁজ যুবকের বড় ভাই মো. ইসমাইল বলেন, ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। আজ হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে নদীতে চলে যায়।
বিকেল ৩ টার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদের বিভিন্ন স্থানে নিখোঁজ সন্ধানে কাজ করছেন।

আরও পড়ুন