৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় এলজি-কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী ধরা

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়ায় পানভর্তি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৭ রাউন্ড কার্তুজসহ আবদুর রহমান (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহমান কক্সবাজারের মহেলশখালী থানার বড় মহেশখালী মাঝের ডেইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতার আবদুর রহমান একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র-কার্তুজ বিক্রির জন্য অভিনব কায়দায় ১টি ব্যাগ নিয়ে পায়ে হেঁটে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে হাতে থাকা ১টি পানভর্তি ব্যাগসহ তাকে গ্রেফতার করে। পরে ব্যাগে তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার এড়াতে সে কক্সবাজার হতে কিছুদূর যাবার পর পর যানবাহন ও গতিপথ পরিবর্তন করে আসছিল। আটককৃত আবদুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন