লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় খাবার হোটেলসহ ৭ দোকানিকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
অভিযানে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল– ইনসাফ রেস্টুরেন্ট, আদর্শ মিষ্টি ভবন, হোটেল শাহ মজিদিয়া, মমতাজ স্টোর, প্রগতি চাউল ঘরটা, রায়হান এন্টারপ্রাইজ ও নুর স্টোর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকায় উপজেলার বটতলী স্টেশনের ৩টি খাবার হোটেলসহ ৭ দোকানিকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।













