৫ নভেম্বর ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ধাওয়া, ৩ সদস্যকে পেছনে ফেলে পালালো আরও ৬ জন

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (১ এপ্রিল) ভোটরাতে কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বৈদ্যেরঘোনা জব্বর গলিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ। এসময় আরো ৫-৬ জন পালিয়ে গেছেন।

আটকরা হলো, কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার আবু হানিফের ছেলে মো. রুবেল রহমান (২৩), একই এলাকার খাজামঞ্জিল এলাকার আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন ওরফে ব্রিটিশ ফারুক (২২) ও উখিয়ার হলদিয়াপালং জামবারিছা বড়ুয়াপাড়ার শুভধন বড়ুয়ার ছেলে বর্তমানে কক্সবাজার পৌরসভার কালুরদোকান কচ্ছপিয়া এলাকায় বসবাসকারী রিপন বড়ুয়া (৩৬)।

ডিবির ওসি নাসির উদ্দিন জানান, গোপন তথ্যে খবর আসে একদল দুর্বৃত্ত অপরাধ সংগঠনে পৌরসভার বৈদ্যঘোনা এলাকায় জড়ো হয়েছে। বিষয়টি পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামকে অবগত করে তাঁর সার্বিক নির্দেশনায় ডিবি’র একটি চৌকস টিম নিয়ে অভিযান চালায়। অভিযান কালে বৈদ্যেরঘোনা জব্বর গলিতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা অজ্ঞাতনামা ৮-৯ জনকে জড়ো দেখে ধাওয়া দেয়া। পুলিশ দেখে দিগবিদিক পালানোর সময় রিপন, রুবেল ও ব্রিটিশ ফারুককে আটক করতে সক্ষম হয় আমরা।

ওসি আরো জানান, এ সময় আটকদের হেফাজত হতে সিলভার রংয়ের ফল্ডিং চাকু, একই রংয়ের ফল্ডিং ক্ষুর, কালো বাট যুক্ত সিলভার রংয়ের কাচি, কাঠের বাট যুক্ত টিপ ছুরি জব্দ করা হয়। তাদের সহযোগী আরো ৫-৬ জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ওসি ডিবির মতে, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার আসামী। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে শনিবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ