বাংলাধারা প্রতিবেদন »
নিজেদের ইচ্ছেমতো মূল্য বসিয়ে পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের দুই দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২ এপ্রিল) দুপুর ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে বিদেশি পণ্য হলেও পণ্যের গায়ে আমদানিকারকের কোনো সিল, কাপড়ের ক্ষেত্রে আমদানির কোনও কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি, আমদানি তথ্য, ক্রয়-বিক্রয় রশিদ দিতে না পারায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।













