হাসান সৈকত »
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে অতিরিক্ত দুর্ভোগ কমাতে চালু হয়েছে শতভাগ অনলাইন টিকিট বিক্রির ব্যবস্থা। পরিবারের সাথে ঈদ করতে বাড়িমুখি হাজারও মানুষের যাত্রায় খানিকটা স্বস্তি আনতে বাংলাদেশ রেলওয়ে এ ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম টিকিটের যাত্রার সময় ক্রয়কৃত তারিখ থেকে ১০ দিন পর। অর্থাৎ আজ ৭ এপ্রিল ক্রয়কৃত টিকিটে যাত্রা করবে আগামী ১৭ এপ্রিলে। ঈদ যাত্রার এই অগ্রিম টিকিট বিক্রি হবে আজ থেকে ১১ এপ্রিল পর্যন্ত।
এছাড়া আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে ঈদ পরবর্তী অগ্রিম টিকিট বিক্রয়, ২০ এপ্রিল পর্যন্ত এই অগ্রিম ফিরতি টিকিট বিক্রয় বহাল থাকবে।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩, ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। এছাড়া আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত।
রেলসূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে এবার ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। একজন যাত্রী ঈদ অগ্রিম টিকিট ও ফিরতি টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।
এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে বেড়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও তার আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, ‘প্রতি বছর ঈদে আমরা স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি, যাতে করে যাত্রীরা কোনো প্রকার দুর্ভোগের স্বীকার না হয়। স্টেশনের আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ এবং স্টেশনের ভেতরে শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত থাকছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি।
বাংলাধারা/এআই













