কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে মিনি ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মধ্যম খুনিয়াপালংয়ের ভাঙ্গাব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও অন্তত দু’জন।
রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো— উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার আনু মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক বদিউল আলম (৫২), উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা তাসমীর আহমেদের দুই ছেলে মো. ওসমান (৩৫) ও মো. হাছান ( ৩০)। তারা কাজের সন্ধানে কক্সবাজার যাচ্ছিল বলে ধারণা স্থানীয়দের।
দুর্ঘটনায় আহতরা হল-উখিয়া কোটবাজার বাবুল মিয়ার ছেলে মো. আলাউদ্দিন ও রত্নাপালং মৃত মোজাহিদ দফাদারের ছেলে মো. ফিরোজ আহমদ টুনু। তাদেরকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় বিকেলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, টেকনাফগামী একটি মিনি ট্রাক ও কক্সবাজারগামী সিএনজির (কক্সবাজার -থ ১১-৯৩৩৫) সাথে সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে রামু তুলা বাগান হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করেন। পালিয়ে যাওয়া মিনিট্রাকটি সনাক্তে কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু মধ্য খুনিয়াপালং এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সাথে মিনিট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহতদের মাঝে সিএনজি চালক ছাড়া বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।













