বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর আকবারশাহ এলাকায় একটি পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। সেখানে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে থানা এলকার বেলতলি ঘোনা নামক স্থানের এই ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘আমাদের টিম একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।’













