২৩ অক্টোবর ২০২৫

মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় মসজিদে মাসব্যাপী সৌহার্দ্যের ইফতার

বাংলাধারা প্রতিবেদক »

রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী মুসল্লি ও রোজাদারদের জন্য ইফতারের আয়োজন ও মাসায়েল শিক্ষার আয়োজন করা হয়েছে। প্রথম রমজান থেকে প্রত্যেকদিন প্রায় ৫০০ রোজাদার ইফতার করেন এখানে। এই আয়োজন প্রথমবার হলেও প্রত্যেক বছর মাসব্যাপী এই আয়োজন করে যাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

নগরীর মোহরায় অবস্থিত পাঠানপারা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (১৫ রমজান) রোজাদারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ৬০০ থেকে সাড়ে ৬৫০ রোজাদার উপস্থিত ছিল।

এদিন উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সম্মিলিত ইফতারের অংশগ্রহণ করে আয়োজকদের করছেন অনুপ্রাণিত করছেন এই মহৎ কাজে।

পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান বলেন, ইফতার মাহফিলের আজ ১৫তম দিন। মাসব্যাপী এই ইফতার মাহফিলে প্রথমদিন থেকে প্রত্যেক দিন প্রায় ৪শ থেকে ৫শ রোজাদারের জমায়েত হয়ে থাকে। এখানে যদি ১ হাজার রোজাদারও আসেন, আল্লাহর রহমতে তার প্রস্তুতিও নেয়া আছে আমাদের। এই ব্যবস্থাপনায় কমিটিকে এলাকা মানুষও সহযোগিতা করে যাচ্ছেন। আমরা এবছর প্রথম উদ্যোগটি গ্রহণ করেছি, ইনশাল্লাহ- প্রত্যেক বছর পুরো রমজান মাস এই ইফতার মাহফিল করে যাব। যারা এখানে সহযোগিতা করে যাচ্ছেন এবং যেসব রোজাদার এখানে ইফতার করতে আসছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আরও পড়ুন