নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারোগারহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই ট্রাকের ধাক্কায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছ। এ সময় আরও একজন আহত হন।
শনিবার (৮ এপ্রিল)রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড় দারোগারহাট এলাকার মো. মদিন উল্লাহ’র ছেলে সেলিম উদ্দিন (৪০) ও তার ছেলে মো. মিনহাজ (১৩)।
সেলিম উদ্দিন পেশায় ডিস ব্যবসায়ী এবং তার ছেলে বড়কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা যায়, পিতা-পুত্র বড় দারোগারহাট বাজার থেকে ঈদের নতুন জামা কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাংলাধারাকে জানান, বড় দারোগারহাট এলাকায় সড়কের কাজ চলায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি তরমুজবাহী ট্রাক ওই পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তরমুজ চাপা পড়ে পথচারী বাবা ছেলের মৃত্যু হয়েছে।’
তিনি জানান, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে লোক পাঠাই। ঘটনা স্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













