বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর টেরিবাজারে ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মূলত কাপড়ের দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি সমাধানে স্থানীয় প্রতিনিধি, টেরিবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ আজ দুপুরে কোতোয়ালী থানায় বৈঠক করার কথা রয়েছে।
শরিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় টেরিবাজারের কাটাপাহাড় লেন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাত ৩টায় কবির নামে এক ব্যবসায়ীর দোকানে কাপড় কিনতে যায় স্থানীয় এক ক্রেতা। দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে হাতাহাতিতে জড়ায় ক্রেতা-বিক্রেতা। এর জেরে স্থানীয় লোকজনের সঙ্গে টেরিবাজারের ব্যবসায়ীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা মসজিদের মাইকে সংঘর্ষের বিষয়টি জানায়। অপরদিকে টেরিবাজারের ব্যবসায়ীরা ৯৯৯ এ পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও সেহরির সময় হওয়ায় ওই মুহূর্তে বিষয়টি পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর বলেন, গতকাল রাত ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, কিন্তু সেহরির সময় হয়ে যাওয়ায় ঘটনাটির পূর্ণাঙ্গ সমাধান হয়নি। তারা উভয়পক্ষ আমার সাথে বৈঠক করে বিষয়টি সমাধান করতে চান। আমি তাদেরকে বিকাল ৩টায় আসতে বলেছি। তারপর আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসব।













