বাংলাধারা ডেস্ক »
চন্দনাইশে পাহাড় কাটা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করার জেরে স্থানীয় এক সাংবাদিককে মারধর করে দোতলা থেকে ফেলে দেওয়ার মামলায় আলাউদ্দিন ও মো. ফারুক নামে দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার দুপুরে ঢাকার কমলাপুর সরদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। মারধরের শিকার সাংবাদিক আইয়ুব মিয়াজী (৩৪) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি দৈনিক জনবাণী পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি হিসেবে কর্মরত।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, দোহাজারিতে দিনে দুপুরে সংবাদিক আইয়ুব মিয়াজীকে মারধর করে দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনার ভিডিওটি র্যাবের কাছে আসার পর জড়িতদের ধরতে অভিযান শুরু করে র্যাব-৭। গোপন খবর পেয়ে আজ ঢাকার কমলাপুর সরদারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ৪ এপ্রিল বিকেলে চন্দনাইশের দোহাজারীর স্টেশন রোডে অবস্থিত আর কে প্লাজায় সাংবাদিক আইয়ুব মিয়াজীর একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করেন এক নারীসহ আলাউদ্দিন, ফারুকসহ ১০/১২জন। সেখানে ঢুকেই ওই নারীর সঙ্গে আইয়ুব খারাপ আচরণ করেছেন এমন অভিযোগ তোলে মারধর করেন। এক পর্যায়ে তাকে দোতলা থেকে ফেলে দেন তারা। এ ঘটনায় আহত সাংবাদিকের বাবা বাদী হয়ে আলাউদ্দিন, ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা করেন।













