বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ৮ ঘন্টার মাথায় ঘাতক স্বামী হাসান আলী প্রামাণিককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোররাত সাড়ে পাঁচটায় উপজেলার ফকিরহাট কালুশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।
গ্রেপ্তার হাসান আলী নীলফামারী জেলার ডেমলা থানার বন্দরখড়িবাড়ী এলাকার রহমান আলী প্রামাণিকের ছেলে।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, এর আগে বুধবার রাত আনুমানিক নয়টায় তারা জানতে পারেন, জঙ্গল সলিমপুরে লটকন শাহ মাজারের পাহাড়ি টিলায় অবস্থিত একটি বসতঘরে হাসান আলী ধারালো দা দিয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যায়। বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করার পর সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেখান থেকে নিহত শারমিনের মৃতদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত শারমিন বেগম (৪০) জঙ্গল সলিমপুরের ৩ নং সমাজের রমজান আলীর মেয়ে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই ঘাতক স্বামী হাসান আলীকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। ভোররাত সাড়ে পাঁচটায় হাসান আলীকে কালুশাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দ্রুতসময়ে ঘাতক স্বামী হাসান আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় নিহত শারমিন বেগমের ছোট বোন কুলসুম বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি স্ত্রীকে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন।