২৩ অক্টোবর ২০২৫

বিউটি পার্লারের আড়ালে দুই বোনের মাদকের কারবার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগানের ‘মুন্নী বিউটি পার্লার’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো— চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার আমতলী এলাকার হামিদুল্লাহ’র স্ত্রী ও বিউটি পার্লারের মালিক মুন্নি বেগম (৩২) এবং তার সহযোগী সৎ বোন একই এলাকার আবু ইউসুফের মেয়ে রূপা আক্তার ওরফে আমেনা (২০)।

তারা মূলত পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালাতেন বলে জানিয়েছে পুলিশ। একইদিন রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার মুন্নী বিউটি পার্লারে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। অভিযানে কুখ্যাত মাদক কারবারি মুন্নী ও তার সহযোগী আমেনাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদকের কারবারের কথা তারা স্বীকার করে এবং তাদের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭টি নীল রঙের প্যাকেটে রক্ষিত প্রায় দুই হাজার পিস ইয়াবা বড়ি বের করে দেয়। তারা এসব মাদক বিক্রির উদ্দেশ্যে রাখার কথা স্বীকার করেছে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের আড়ালে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে জানান। মুন্নি বেগমের বিরুদ্ধে স্বর্ণ চুরি, মারধর করে মালামাল লুটের মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন