লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের অভিযোগে মো. জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
দণ্ডিত জামাল ওই এলাকার মৃত সুলতান আহমদের পুত্র। এসময় লোহাগাড়া থানার এস আই সাইদুল নেতৃত্বে পুলিশের একটি টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রি করার অপরাধে অভিযুক্ত জামাল উদ্দিনকে ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।