৫ নভেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সস্ত্রীক গণভবনে নওফেল

বাংলাধারা প্রতিবেদক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে সস্ত্রীক গণভবনে গেলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নববর্ষের শুভেচ্ছা জানাতে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সপরিবারে গণভবনে যান শিক্ষা উপমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেইজ এক স্ট্যাটাসে ছবি শেয়ার করে একথা জানান মন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী নওফেল লিখেন, ‘দেশ নিয়ে দেশের মানুষের জীবনের মানোন্নয়নে ব্যস্ত প্রিয় নেত্রীর প্রতিটি ক্ষণ। এই ব্যস্ততার মাঝে তিনি তাঁর স্নেহময় কিছু সময় আমার দুই কন্যা আর স্ত্রীকে দিয়েছেন, এর জন্য চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় নেত্রীকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, শতায়ু করুন।’

‘এই সুযোগে আজ (বৃহস্পতিবার) গনভবনের উঠোনে গড়ে তোলা নেত্রীর চমৎকার বাগানটিও দেখার সৌভাগ্য হয়। ধান, সরিষা, মধু, লাউ, আখ, টমেটো, আরো অনেক কিছু চাষ করা হয় সেখানে, একটি পরিপূর্ণ খামার গড়ে তুলেছেন তিনি। দেশের মানুষকে পতিত জমিতে কৃষি কাজে মনোযোগ দিতে বলেছেন এবং নিজেও সেটি বাস্তবায়ন করছেন!’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ