৫ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ফের মাঝি নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে রওশন আলী (৫৫) নামে এক সাব মাঝি নিহত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে উখিয়া পালংখালী ইউপির থাইংখালী ক্যাম্প-১৩ এর ব্লক ই/২ এর মাঝি কামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত রওশন আলী উখিয়ার ক্যাম্প-১৩ ব্লক-ই/২ এর মৃত জালাল আহমেদের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী নিহত স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার বিকেলে উখিয়ার পালংখালী ইউপির থাইংখালী ক্যাম্প-১৩ এর ব্লক ই/২ এর মাঝি কামালের চায়ের দোকানের সামনে ৭-৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত পুর্ব শত্রুতার জের ধরে ওই ব্লকের সাব মাঝি রওশন আলীকে গুলি ও ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।এবং উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ