বাংলাধারা বিনোদন »
বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে (এফডিসি) চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মৌলিক গান ‘তলে তলে’র শুটিং সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) গীতিকার ও বিনোদন সাংবাদিক আশিক বন্ধুর পরিচালনায় প্রথমবারের মতো মডেল হয়েছেন জনপ্রিয় দুই মডেল ইমতু রাতিশ ও শাকিলা পারভীন। তাদের সাথে ছিলেন আরও ২০ নৃত্যশিল্পী। এতে ডান্স কোরিওগ্রাফার ছিলেন হাবিব রহমান।
প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হওয়ার বিষয়ে জানতে চাইলে ইমতু রাতিশ বলেন, আমি চট্টগ্রামের ছেলে। তাই নিজের ভাষার চমৎকার একটি গানে প্রথমবারের মতো মডেল হতে পেরে খুব আনন্দ লাগছে।
মডেল শাকিলা পারভীন বলেন, আমিও প্রথমবার চট্টগ্রামের মৌলিক আঞ্চলিক গানে মডেল হলাম। আশিক বন্ধু যখন গানটি পাঠালেন, শুনেই বেশ ভালো লেগেছে। অডিও শুনেই মডেল হওয়ার জন্য রাজি হয়ে গেছি। গানটি যারা শুনবেন, খুব মজা পাবেন। সঠিক প্রচার হলে গানটি অনেক জনপ্রিয়তা পাবে আশা করছেন তিনি।

গানটি লিখেছেন আশিক বন্ধু নিজেই। গেয়েছেন আলেয়া আরিফ। গানটির সুর ও সংগীত করেছেন সুৃমন কল্যাণ। মিউজিক ভিডিওর ডিওপি ছিলেন সানী খান। প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আবু জাফর অপু।
ঈদ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার হবে।
মিউজিক ভিডিও ‘তলে তলে’ গানটি লেখা ও পরিচালনার অনুভূতি জানিয়ে সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন, আমার বিনোদন ও চলচ্চিত্র সাংবাদিকতার বয়স দুই যুগেরও বেশি। তখন থেকেই চট্টগ্রামের গানের প্রতি আমার খুব প্রেম। অনেক গান শুনতাম এবং লিখতাম। যেহেতু আমিও চট্টগ্রামের ছেলে, তাই চট্টগ্রামের গানের প্রতি ভালোবাসা অনেক বেশি। তাই নিজের আঞ্চলিক ভাষাকে সারাদেশে আরও জনপ্রিয় ও পরিচিত করে তুলতেই এই গানটি লিখেছি। গানটিতে চট্টগ্রাম, কক্সবাজার, শুটকি, ইলিশ এবং প্রেম সব মজার বিষয় তুলে ধরেছি। আশা করছি গানটি খুব জনপ্রিয়তা পাবে।













