২৪ অক্টোবর ২০২৫

কক্সবাজার সাগরতীরে জলে ভাসছে বিশাল মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার সৈকত তীরের জলে ভাসছে বড় আকারের একটি মৃত তিমি। সাগরের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত এলাকার অন্তত এক কিলোমিটার দূরে পানিতে ভাসছে মৃত তিমিটি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে রেজুরব্রীজ পর্যন্ত সাগরে মৃত তিমিটি ভাসতে দেখা গেছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, ভাসমান মৃত তিমিটি দৈর্ঘ্যে মিনিমাম ৫০ ফুট। এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত সপ্তাহ বা পক্ষকাল আগে সাগরে মৃত্যু হয়েছে।

গেল বছরের ৯ এবং ১০ এপ্রিল একই স্থানে এক জোড়া তিমির মরদেহ ভেসে এসেছিল বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা। রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাঁরাই (বন বিভাগ) এসব মরদেহ বালিয়াড়িতে পুতে ফেলার কাজ করেছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসন নিয়ন্ত্রিত বিচ কর্মীরা জানান, স্পিডবোট যোগে সাগরে তিমিটির ভাসমানস্থলে গিয়ে তারা এটির ছবি ধারণ করেন। এটি পঁচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিমিটির শরীরে মাছ ধরার জাল প্যাঁচানো অবস্থায় দেখা গেছে। তাই মনে করা হচ্ছে মাছ ধরার জালে আটকা পড়ে প্রাণিটির মৃত্যু হতে পারে।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত তিমিটি সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি জোয়ার-ভাটায় কোথায় গিয়ে আটকাচ্ছে তদারকিতে রাখা হয়েছে। সমুদ্র তীরের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের সকল বিভাগ ও সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সাগরে মৃত তিমিটি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিওচিত্র সংগ্রহ করে। পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে- মৃত তিমিটি ‘ব্রাইডস’ প্রজাতির। তিমিটির শরীর মাছ ধরার জাল প্যাঁচানো অবস্থায় রয়েছে। তিমিটির মাথায় আঘাতের চিহ্নও দেখা গেছে।

বোরি ডিজি জানান, তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

আরও পড়ুন