রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই সময় আরও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান এলাকায় সড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মির্জাখীল আঁধার পাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ বাবুলের ছেলে মোহাম্মদ কামাল হোসেন (১১)।
আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মির্জাখীল আঁধার পাড়া এলাকার মোহাম্মদ বাবুলের ছোট ভাই অটোরিকশা চালক মোহাম্মদ ফারুক (২৪), স্ত্রী সালমা আক্তার (৩১), মেয়ে সুমি আক্তার (১৪), ছেলে মোহাম্মদ হাসান (৭), মোহাম্মদ হোসাইন (৭) ও মেয়ে রুমি আক্তার (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।
বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন বলেন, গতকাল প্রবাসী বাবুলের ছোট ভাই ফারুকের সিএনজি চালিত অটোরিকশা করে তার স্ত্রী ও ছেলে-মেয়ে পাঁচজন ঈদের শপিং করতে চন্দ্রঘোনা যাওয়ার পথে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান এলাকায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ একই পরিবারের ছয়জন আহত হন। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কামাল হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এতে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বিষয়টি নিশ্চিত করেন বলেন, এতে একজন মারা যান। এ ঘটনায় আহত আরও পাঁচজন। থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।













