৫ নভেম্বর ২০২৫

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি জাফর আহমদ আর নেই

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম কলেজের সাবেক ভিপি জাফর আহমদ মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৫টায় চমেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। জাফর আহমদ সাতকানিয়া উপজেলার উত্তর এঁওচিয়া খান বাড়ির মরহুম হাজী ছৈয়দ নুর ছেলে।

প্রসঙ্গত, জাফর আহমদ ১৯৮০ সালে চট্টগ্রাম কলেজের ভিপি, ১৯৮৫-৮৯ সাল পর্যন্ত নগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়া পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান বলেন, জাফর আহমেদের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদে জোহর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা রাত ১০টায় উত্তর এঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ