বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন; তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় মেলেনি।
রবিবার (২৩ এপ্রিল) রাত নয়টায় সীতাকুণ্ডের কদমরসুল ও রাত সাড়ে নয়টায় পৌরসদর বাস স্ট্যান্ড এলাকায় এই দুটি পৃথক ঘটনা ঘটে।
পৌরসদরে নিহত হওয়া আব্দুর রাজ্জাক (৬৫) সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড পূর্ব আমিরাবাদ এলাকার আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, রাত নয়টায় উপজেলার কদমরসুলস্থ চট্টলা সিএনজি স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেইনে অজ্ঞাত একটি বাস এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
অপরদিকে সীতাকুণ্ডের পৌরসদর বাস স্ট্যান্ড এলাকায় আব্দুর রাজ্জাক নামে (৬০) এক ব্যক্তিকে একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর একুশে পত্রিকাকে বলেন, কদমরসুল এলাকায় আমরা একজনের মরদেহ পড়ে থাকা অবস্থায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করি। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।













