বাংলাধারা ডেস্ক »
আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় এবার অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ পরীক্ষার্থী। এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। ৩০ মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না। এবার প্রতিবন্ধীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় দেওয়া হবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষা সচিবসহ অধিদফতরের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘১১টি শিক্ষাবোর্ডে মোট ৩ হাজার ৮১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৭২ জাজার ১৬৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্র সংখ্যা ২৯ হাজার ৮৯৮টি। গত বছরেরে তুলনায় এবার ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। যার ৮০ ভাগই ছাত্রী।’
এছাড়া সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।












