৬ নভেম্বর ২০২৫

রুমায় কেএনএফ-ইউপিডিএফ’র মধ্যে গোলাগু‌লি

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ (সংস্কার) দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫টা থেকে উপজেলার পাইন্দু ইউপির মুয়ালপি পাড়া এলাকায় এ গোলাগু‌লির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি জানান, গোলাগুলির ঘটনা সম্পর্কে শুনেছি এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই বন্দুক যুদ্ধ কু‌কি‌ চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ গণতা‌ন্ত্রিক দুই দলের মধ্যে ঘটছে। হতাহতের খবর পেলে আমরা জানাবো।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৫টা থেকে মুয়ালপি পড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ সংস্কার দুই পক্ষের মধ্যে গোলাগুলির বিনিময় ঘটেছে। আড়াইটার সময় গোলাগুলির শব্দ বন্ধ হয়েছে। এছাড়া পাহাড়ে আধিপত্য বিস্তারের জেরে একে অপরের ওপর এই সশস্ত্র হামলা চালাচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রুমা পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানিয়েছেন, সকালে গোলাগুলি বিনিময় ঘটনা শুনেছি। এখন আর শুনছি নাহ। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। যদি শুনি আমি জানাব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ