বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ বাড়ির সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল হোসেন সিদ্দিকী (৬০)। মিরসরাই বাজারে সারের ব্যবসা করতেন তিনি।
নিহত আবুল হোসেনের ভাতিজা সাবের আহমেদ বলেন, ‘আমার কাকা দীর্ঘদিন ধরে মিরসরাই বাজারে সারের ব্যবসা করতেন। দুর্ঘটনার আগেও আমরা একসঙ্গে ছিলাম। রাত সাড়ে নয়টার দিকে জামালের দোকান এলাকায় আমাকে বিদায় দিয়ে কাকা বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল কাকাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কাকার মৃত্যু হয়।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল সরকার বলেন, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার খবর তিনি পেয়েছেন।













