৫ নভেম্বর ২০২৫

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

বাংলাধারা ডেস্ক »

ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কন্টেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সহকারী স্টেশন মাস্টার মো. জসিম মিয়া গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কনটেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে আপলাইনে কবে নাগাদ ট্রেন চলাচল করতে পারবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ