৫ নভেম্বর ২০২৫

‘কর্মক্ষেত্রে আন্তরিক না হলে ব্যক্তি হিসেবে সফল হওয়া যায় না’

বাংলাধারা প্রতিবেদক »

এস এ ফ্যামিলির ফ্যামিলি নাইট ও এজিএম অনুষ্ঠানে ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহাম্মদ শাহ আলম বলেছেন, ‘কর্মক্ষেত্রে আন্তরিক না হলে ব্যক্তি হিসেবে সফল হওয়া যায় না। ধনী হওয়ার চেয়ে ব্যক্তিত্ববান হওয়া জরুরি। কর্মক্ষেত্রে কেউ কর্মকর্তা কেউ কর্মচারি কিন্তু এস এ ফ্যামিলির ক্ষেত্রে সবাই একই পরিবারের সদস্য। পরিবার, সমাজ তথা দেশকে বদলে দিতে হলে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (২৬ এপ্রিল) নগরীর তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত ফ্যামিলি নাইটে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এ ফ্যামিলির চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান পার্থ প্রতিম নাহা, রায়হানুল ইসলাম, মতিউর রহমান সম্রাট, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, আল হামিম ইন্সটিটিউট’র প্রিন্সিপাল আরিফুল ইসলাম, তাওহিদুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওমর ফারুক, ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম জাহিদ, একাউন্টস বিভাগের শাহীন উদ্দিন, কায়সার হামিদ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ