৭ নভেম্বর ২০২৫

স্ত্রীকে খুন করে নেত্রকোনায় আত্মগোপন, র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে মো. সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকা কালিকাবর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাখাওয়াত ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মুচডেঙ্গা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে। তবে তিনি স্ত্রীকে নিয়ে বন্দর থানার কলসী দীঘি সড়কে ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল বন্দর থানার কলসী দীঘি সড়কের হাজি মাহমুদ মিয়া কলোনির একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে রিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সাখাওয়াত হোসেন পলাতক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয় ভিকটিমের স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাসার ভেতরে রেখে পালিয়ে গেছে।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনকে একমাত্র আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে নজরদারি রাখে। একপর্যায়ে শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ