৬ নভেম্বর ২০২৫

টেকনাফে পাহাড় থেকে ফের দু’কৃষককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফের একটি পাহাড়ের ভেতর পানের বরজে কাজ করতে যাওয়া দুই কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারী ডাকাতদল। এ সময় আরও দুজনকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া ৬ নম্বর ওয়ার্ড নতুন বাজার পুর্ব পাশ সংলগ্ন গহীন পাহাড়ের ভেতর থেকে তাদেরকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার রফিক আহমদ।

অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)।

জখমে আহতরা হলেন, একই এলাকার মো. ইউসুফের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৮) ও আব্দুল আমিন (৩০)।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিক আহমদ জানান, রবিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে বাহারছড়া ইউনিয়ন জাহাজপুড়া সংলগ্ন পাহাড়ের ভেতর ৪জন কৃষক পানের বরজে কাজ করতে যান। এসময় অস্ত্রধারী ১০-১৫ জনের ডাকাতদল তাদের অপহরণ করার চেস্টা চালায়।

এসময় রহিম উদ্দিন ও রেদুয়ান নামে দুজন কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করতে পারলেও বাকি দু’জন আব্দুল্লাহ ও আব্দুল আমিন নামের আপন দুই ভাইকে কুপিয়ে জখম করলেও তারা কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

তিনি আরও জানান, বিগত কয়েক মাস আগেও একই এলাকা থেকে আরও ৮জন কৃষককে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে তারা ডাকাতদলকে মুক্তিপন দিয়ে তাদের কবল থেকে ফেরত আসেন। সকালে নিয়ে যাওয়া কৃষকদের বিষয়ে অপহরণকারিরা এখনো কোন ডিমান্ড দেয়নি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, ভিকটিম পরিবারের পক্ষ থেকে অপহরণের ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ