বান্দরবান প্রতিনিধি »
সারাদেশের ন্যায় বান্দরবানেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার বান্দরবান জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করছেন ৬ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী।
রবিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সদরে বান্দরবান বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে প্রথমদিনে ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তাছাড়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
প্রশাসনের তথ্য মতে, এবার বান্দরবান জেলায় ৭টি উপজেলার মোট ২৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা। নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রলীগের উদ্যোগে পানি, কলমসহ রুটিন বিতরণ করা হয়।












