৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৬০ শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৬০ জন পরীক্ষার্থী।

রবিবার (৩০ এপ্রিল) উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিন এসএসসিতে ৪১ জন, দাখিলে ১৫ জন ও ভোকেশনাল পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম দিন মোট ৫ হাজার ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৫ হাজার ২৫০, দাখিল পরীক্ষায় ১ হাজার ৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ৯৯১ জন, আর ভোকেশনাল পরীক্ষায় ৬২ হন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ জন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ