৬ নভেম্বর ২০২৫

আনোয়ারায় স্বামীর অপমান সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় স্বামীর অপমান ও তুচ্ছ তাচ্ছিল্য সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মারজান (১৯) নামের এক গৃহবধূর।

শনিবার (২৯ এপ্রিল) গতকাল বেলা ১১ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের পড়ুয়া পাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত মারজান উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের আবদুল লতিফের কন্যা। তিন মাস আগে রাযপুর ইউনিয়নের পড়ুয়া পাড়া গ্রামের বাসিন্দা নুরুল হকের পুত্র মো. সোহেলের সাথে মারজানার বিয়ে হয়।

মারজানের বড় ভাই মো. মহি উদ্দীনের অভিযোগ, আমার ছোট বোন মারজানের সাথে তিন মাস আগে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সোহেল ও তার বোন নানা অজুহাতে আমার বোনকে তুচ্ছ তাচ্ছিল্ল্য করতেন, আমার বোনের সব কিছুতে অসন্তুষ্ট প্রকাশ করে আমার বোন কে হেয় আর অপমান করতেন। আমার বোনের শশুর বাড়ির লোকেরা বলতেছে আমার বোন ১১ টায় ঘরের ভেতর আত্মহত্যা করেছে। আমরা এ কথা বিশ্বাস করি না। এ ব্যাপারে আমরা মামলা করবো।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মাদ হাসান জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ গৃহ বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ